পাকিস্তান হাইকমিশনারের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন জামায়াত নেতারা

আরিফুল ইসলাম , প্রকাশ:14 এপ্রিল 2025, 02:42 রাত
news-banner

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমাদ মারুফ পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে তারই আমন্ত্রণে যোগদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরো ছিলেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। -প্রেস বিজ্ঞপ্তি

মুল্যবান মন্তব্য করুন