কুমিল্লার মনোহরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, আটচল্লিশ সালে আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম সেটা টেকেনি, একাত্তর সালে একটি যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, নতুন পতাকা পেয়েছি। কিন্তু স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি। আবার লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি। কিন্তু আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করতে চায় না।
শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশের মানুষ ভারতের কাছে বশ্যতা স্বীকার করে না। ভারত নিজেদের সুবিধার্থে স্বাধীনতা যুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল। বিনিময়ে বিগত ৫৪ বছর আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, শোষণ করেছে।
তিনি আরও বলেন, এ দেশে একটি দল শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন, গুম, খুন করেছে। তাদের নির্বাচন ছিল ‘১০ হোন্ডা ২০ গুন্ডা নির্বাচন ঠান্ডা’। বিগত ১৫ বছর যারা এ দেশ শোষণ করেছে তারা তাদের নিজেদের দেশ ভারতে ফিরে গেছে। যারা শাসনের নামে শোষণ করেছে, লুণ্ঠন, গুম, খুন করেছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে। ভারতকে এ জন্য জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, ৬ দফা, ১৮ দফা, ১৯ দফা, সোনার বাংলার স্লোগান বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; ২৮ কোটি মানুষের সমস্যার সমাধান করতে পারেনি; জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদ ফিরিয়ে আনবে না। স্বৈরাচার, ফ্যাসিবাদ এ দেশের মানুষ রুখে দেবে। যারা এ দেশে গণহত্যা চালিয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে। আমরা গণহত্যার বিচার চাই। জুলাই বিপ্লব, শাপলা চত্বর আর বিডিআর গণহত্যাসহ তিনবার গণহত্যা হয়েছে। অনতিবিলম্বে এ গণহত্যাকারীদের বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
ডা. তাহের বলেন, বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত রাখতে, টেকসই গণতন্ত্র, সুষ্ঠু ও সকলের গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সমৃদ্ধ অর্থনীতি, নৈতিকভাবে উন্নত শিক্ষিত মার্জিত নৈতিকতাপূর্ণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জরুরি সংস্কার করে নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা যাবে না। তবে ১৪, ১৮, ২৪ মডেলের নির্বাচন এ দেশের মানুষ মেনে নেবে না।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শহীদ আনোয়ার হোসেনের পিতা আবু তাহের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা আবু তাহের মোহাম্মদ মাছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সেক্রেটারি ডা. আবদুল মুবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিজনেস ফোরামের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা আমীর ও জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়েজুর রহমান ও সহ-সেক্রেটারি আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মদ মহিউদ্দীন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।