আওয়ামী লীগের ঝটিকা মিছিল: খুলনায় নগর ভবন থেকে কেসিসির কর্মকর্তা গ্রেপ্তার

আরিফুল ইসলাম , প্রকাশ:21 এপ্রিল 2025, 07:04 বিকাল
news-banner

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লাইসেন্স অফিসার রবিউল আলম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবনের কর আদায় শাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার ভোরে খুলনাশহরের জিরোপয়েন্ট এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে সিটি করপোরেশনের স্টিকার লাগানো মোটরসাইকেলে রবিকে দেখা গেছে বলে ভাষ্য পুলিশের। তবে রবির দলীয় কোনো পদ-পদবী রয়েছে কি না তা তাৎক্ষণিক নিশ্চিত করা সম্ভব হয়নি।  

 খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, ভিডিও ফুটেজ দেখে রবিকে শনাক্ত করার পর নগর ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

মুল্যবান মন্তব্য করুন