কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগর থানা উত্তর আমীরের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডে গ্রুপ দাওয়াতী অভিযান

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:23 এপ্রিল 2025, 12:40 দুপুর
news-banner

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর আগারগাঁও এর নিউকলোনী, এলজিইডি এলাকা সহ আশে-পাশের এলাকায় শেরেবাংলানগর থানা উত্তরের আমীর আব্দুল আওয়াল আজম এর নেতৃত্বে গ্রুপ দাওয়াতী অভিযান পরিচালিত হয়।
mqqtykW.jpeg
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) শেরেবাংলানগর উত্তর থানার কলোনী ওয়ার্ড কর্তৃক আয়োজিত ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই গ্রুপ দাওয়াতী অভিযান পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা উত্তরের কলোনী ওয়ার্ডের সভাপতি মোঃ সিরাজুল মনির কাফি, সেক্রেটারি হাফেজ মাও. আয়াতুল্লাহ আল খামেনীসহ ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
9pwbT2x.jpeg
এছাড়াও গতকাল (২২ এপ্রিল) ২৮ দক্ষিণ  ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার বাইতুল আমান জামে মসজিদের সামনে ও নিউরো সাইন্স  হাসপাতালের গেইটে শেরেবাংলানগর থানা উত্তরের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ এর নেতৃত্বে পরিচালিত হয়।
HqTqsZ2.jpeg
উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম২৮ দক্ষিণ ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
SQEAZUI.jpeg
তাছাড়া গত মঙ্গলবার (২২ এপ্রিল) শেরেবাংলানগর থানা উত্তরের গুরুত্বপূর্ণ ৬০ ফিট উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও নোবেল কেয়ার হসপিটাল এর সামনে শেরেবাংলানগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়।
A4XqMbP.jpeg
উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে আরো উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা উত্তরের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা বায়তুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, ৬০ ফিট উত্তর ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান টিপু , ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক ইউনুস আলী,  ছয়তলা গার্মেন্টস ইউনিটের সভাপতি নসর আলী, রাসেল মৃধা ইউনিটের সভাপতি আহসানুল ইসলাম রবিউলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
OXtmZON.jpeg
এছাড়াও গত মঙ্গলবার শেরেবাংলানগর থানা উত্তরের ২৮ উত্তর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গ্রুপ দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও পানির টাংকি মোড়ে শেরেবাংলানগর থানা উত্তরের কর্মপরিষদ সদস্য ও  ২৮ উত্তর ওয়ার্ড সভাপতি হাফেজ শাহজাহান এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
86Blm4i.jpeg
এছাড়াও গত মঙ্গলবার (২২ এপ্রিল) পানির টাংকি ওয়ার্ড কর্তৃক আয়োজিত দাওয়াতী অভিযান রাজধানীর আগারগাঁও পানির টাংকি মোড়ে পানির টাংকি ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত গ্রুপ দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

রিপোর্ট : মেহেদি হাসান রেজা, স্টাফ রিপোর্টার (বিডি এডিশন)
ছবি : আহসানুল ইসলাম, স্টাফ রিপোর্টার (বিডি এডিশন)

মুল্যবান মন্তব্য করুন