গণসংযোগ পক্ষ উপলক্ষে রাজধানীর শেরেবাংলানগরে সর্ব সাধারণের মাঝে দাওয়াতী অভিযান পরিচালনা

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:26 এপ্রিল 2025, 04:59 দুপুর
news-banner

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ বাস্তবায়ন উপলক্ষে রাজধানীর আগারগাঁও এর ৬০ ফিট রোড এর আমড়িরটেক মোড়, নোবেল কেয়ার হাসপাতাল, শ্যামলী ওভারব্রিজ, শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় গেইট, সংগীত কলেজের সামনে, পানির ট্যাংকি মোড়ে, বিএনপি বাজারে, নিউরো সাইন্স হসপিটালের সামনে ও তার আশে-পাশের এলাকায় শেরেবাংলানগর থানার বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে গতকাল ২৫ এপ্রিল (শুক্রবার) দিনব্যাপী দাওয়াতী অভিযান পরিচালিত হয়
2x3hWTH.jpeg
৬০ ফিট ওয়ার্ড উত্তরের উদ্যোগে আমড়িরটেক মোড় ও নোবেল কেয়ার হাসপাতালের সামনে দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর আব্দুল আউয়াল আজম, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, থানা অফিস সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, থানা বাইতুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, থানা এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা ওলামা বিভাগের সভাপতি সাইফুল ইসলাম, থানা যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, ৬০ফিট ওয়ার্ড উত্তরের সভাপতি আসাদুজ্জামান টিপু, ওয়ার্ড সেক্রেটারি রাসেল মৃধা, ওয়ার্ড বাইতুলমাল সম্পাদক ইউনুস আলী, ওয়ার্ড অফিস সম্পাদক মেহেদী হাসান আনাস, ওয়ার্ড এইচ আর ডি সম্পাদক সানোয়ার হোসেন শাহেদ, ওয়ার্ড সমাজ কল্যান সম্পাদক মাহবুবুর রহমান রতন, ওয়ার্ড প্রকাশনা সম্পাদক আবু হানজালা, ওয়ার্ড পাঠাগার সম্পাদক নছর আলি, ওয়ার্ড প্রচার সম্পাদক আহসানুল ইসলাম রবিউলসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দু।
qW46Bl4.jpeg
এছাড়াও কলোনী ওয়ার্ডের উদ্যোগে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় গেইট ও সংগীত কলেজের সামনে দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর আব্দুল আউয়াল আজম, থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, থানা অফিস সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, কলোনী ওয়ার্ডের সভাপতি মোঃ সিরাজুল মনির কাফি, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাও. আয়াতুল্লাহ আল খামনীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দু।
kNU8Sl7.jpeg
তাছাড়াও শ্যামলী ওয়ার্ডের উদ্যোগে শ্যামলী ওভারব্রিজ ও তার আশে-পাশের এলাকায় দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, শ্যামলী ওয়ার্ডের সভাপতি,ওয়ার্ড সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দু। 
ALEpmRR.jpeg
এছাড়াও ২৮ দক্ষিণ  ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর আগারগাঁও বিএনপি বাজার বাইতুল আমান জামে মসজিদের সামনে ও নিউরো সাইন্স  হাসপাতালের গেইটে দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা উত্তরের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, ২৮ দক্ষিণ ওয়ার্ড সভাপতি মোঃ সোহাগ হাসান, সেক্রেটারিমিজানুর রহমান মিঠুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ
ISCD234.jpeg
এছাড়াও ২৮ পশ্চিম  ওয়ার্ডের উদ্যোগে রাজধানীর আগারগাঁও পানির ট্যাংকি মোড়ে দাওয়াতী অভিযানে উপস্থিত ছিলেন শেরেবাংলানগর থানা উত্তরের নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ২৮ পশ্চিম ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ

রিপোর্ট : মেহেদী হাসান রেজা,স্টাফ রিপোর্টার (বিডি এডিশন )
ছবি : আহসানুল ইসলাম,স্টাফ রিপোর্টার (বিডি এডিশন )
             মোঃ নিজাম উদ্দিন,স্টাফ রিপোর্টার (বিডি এডিশন )

মুল্যবান মন্তব্য করুন