সিলেট মহানগরের ২১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মঈনুল ইসলাম মঈনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসএমপির শাহপরান থানা পুলিশ।
আটক মো: মঈনুল ইসলাম মঈন নগরীর লামাপাড়াস্থ খন্ডিকর পাড়ার রুপালী নীড়ের বাসিন্দা এবং মরহুম টুনু মিয়ার ছেলে।
সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক মঈনুল ইসলাম মঈনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার ওপর হামলা ও নির্যাতনের মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’