৩ আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে : নাহিদ ইসলাম

আরিফুল ইসলাম , প্রকাশ:06 জুলাই 2025, 09:11 সকাল
news-banner
আগামী ৩ আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন কর্মসূচি নতুন দেশ গঠনের জন্য কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয় দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয় দেশের মাফিয়া, দূর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু এক বছরে এই সিস্টেমের পরিবর্তন আমরা দেখতে পাইনি। আমরা এলাকা এলাকায় এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র দেখি। আমরা এ পুরো সিস্টেমের পরিবর্তন দেখতে চাই।

শনিবার (৫ জুলাই) বিকেলে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এনসিপি’র আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জয়পুরহাটের এ সমাগম আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে বিপ্লবীরা এখনো ঘুমায়নি। জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। বিচার ও সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে। শহীদ মিনারে যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম ঠিক সেভাবেই আগামী ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান ও দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে।’

তিনি বলেন, ‘আমরা মাঠে নেমেছি গণঅভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে। সেই ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে নতুন রাষ্ট্র, গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের এ যাত্রা। ৩ আগস্টের ইশতেহারে নিশ্চিতভাবে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। জয়পুরহাটের বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি, ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতারা সেই সমস্যা সমাধানে কাজ করে যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী প্রমুখ।

এছাড়াও, উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, এনসিপির জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, আবু রায়হান, নুরুল ইসলাম, ইসমাইল হোসেন হাদি, জহুরা বেগমসহ জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জুলাই ঘোষণাপত্রকে অবশ্যই নতুন সংবিধানে যুক্ত করতে হবে। কেবল যুক্ত নয়, একাত্তর ও চব্বিশের আকাঙ্ক্ষাই হবে নতুন সংবিধানের আদর্শিক ভিত্তি। প্রথমে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত হবে। পরবর্তী সময়ে একে সাংবিধানিক ও আইনি ভিত্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের ছাত্র-গণঅভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, শহীদ ও আহতদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি থাকবে।

মুল্যবান মন্তব্য করুন