বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির: ডা. শফিকুর রহমান

, প্রকাশ:30 জুলাই 2025, 02:24 রাত
news-banner

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “স্বৈরাচারী শাসনামলের ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রশিবির। তাদের লেখাপড়া, মানসিক বিকাশ, জীবনযাপন কোনটাই স্বাভাবিকভাবে করতে পারেনি।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৮ ও ২৯ জুলাই রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

আমীরে জামায়াত আরও বলেন, “ইসলামের ইতিহাসে আগেও অপপ্রচার ছিল, এখনও একটি গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত। আমরা সকল অপপ্রচারের জবাব গঠনমূলক কাজের মাধ্যমে দেব ইনশাআল্লাহ। যারা অপপ্রচার করছে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”

তিনি বলেন, “দেশের স্বার্থে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে কারও খবরদারি বরদাশত করব না। এক্ষেত্রে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এখনই উপযুক্ত সময়।”

দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রশিবিরকে ছাত্রসমাজ ভালোবাসে। তাদের এই ভালোবাসার যথাযথ মূল্যায়ন করতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে। সাহসী ও পরিশ্রমী হতে হবে, যেন ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা যায়।”

সভায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, বর্তমান পরিস্থিতিতে দাওয়াতী কাজ, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সংক্রান্ত অংশগ্রহণমূলক সেশন, ব্রেইনস্টর্মিং সেশন, সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন, জনশক্তি ব্যবস্থাপনা, ষাণ্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদের মনস্তত্ত্ব বিশ্লেষণ, দক্ষ নেতৃত্ব তৈরি, লিডারশিপ ও স্কিল ডেভেলপমেন্ট, অফিস ম্যানেজমেন্ট এবং ভূরাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

সমাপনী অধিবেশনে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “দক্ষ নেতৃত্বের সংকট পূরণে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। ছাত্রসমাজকে নেতৃত্ব দিতে হলে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতা-সম্পন্ন নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই প্রোগ্রাম থেকে আমাদের সেই শিক্ষাই গ্রহণ করতে হবে।”

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, সাইফুল আলম খান মিলন, সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, আতিকুর রহমান, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আইউবী, শিক্ষাবিদ ড. মোহাম্মদ আসাদুল্লাহ, ড. রেদওয়ান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ এবং সারাদেশের সকল শাখার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

মুল্যবান মন্তব্য করুন