চট্টগ্রামের রাউজানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের গাড়িবহরে হামলার জেরে সংঘটিত দুইপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজানের সর্ত্তারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে গোলাম আকবর খন্দকার নিজেও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তার গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।