'বাংলাদেশ প্রশ্নে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাই ঐক্যবদ্ধ'

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:06 ফেব্রুয়ারি 2025, 03:55 দুপুর
news-banner
বুধবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চব্বিশের রক্তস্নাত শহীদদের তথ্য সম্বলিত '২য় স্বাধীনতার শহীদ যারা' শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে রংপুর মহানগর জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, 'চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের হত্যাকারীদের বিচার বিলম্ব করে কোনো টালবাহানা আমরা মেনে নেব না। জাতি মেনে নেবে না। অনেকে সংস্কারের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, কিন্তু সংস্কার আর বিচারের দাবিকে তিন নম্বরে নিয়ে শুধু নির্বাচন চাওয়া কী ঠিক হবে? আমরা সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটি কাজ করে যাবার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।' 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল ও জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ শহীদ পরিবারের সদস্যরা। এতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এ.টি.এম আজম খান। 

মুল্যবান মন্তব্য করুন