ভারত বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত: মামুনুল হক

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:09 ফেব্রুয়ারি 2025, 10:37 রাত
news-banner
মামুনুল হক অভিযোগ করেন, দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে শুধু আশ্রয়ই দেয়নি, বরং তাঁকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার চক্রান্তে লিপ্ত আছে। তিনি ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে সব রকমের অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান।

গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর ফ্যাসিবাদের দোসররা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিশের আমির। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। তিনি বলেন, এখন সবার আগে প্রয়োজন সচেতনতা ও সব সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানো। চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহিনুর পাশা চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।

মুল্যবান মন্তব্য করুন