খুলনার ৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:10 ফেব্রুয়ারি 2025, 06:15 সকাল
news-banner

খুলনা অফিস:


খুলনা মহানগরী ও জেলার দায়িত্বশীল সমাবেশে খুলনার ৬টি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে খুলনা ১,২ ও ৩ আসনের প্রার্থী ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুর খালেক। এর আগে খুলনা ৪,৫ ও ৬   আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনা ছয়টি আসনের সবকটিতে প্রার্থী ঘোষণা করলেন। এছাড়া সাতক্ষীরার চারটি ও বাগেরহাটের চারটি মোট ১৪টি আসনের সবকটিতে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষনা করেছেন।

 

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শেখ আবু ইউসুফ।

খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা-১৬-৩১ নং ওয়ার্ড) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-১-১৫ নং ওয়ার্ড আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

এর আগে খুলনা ৪,৫ ও ৬ আসনে প্রার্থী ঘোষণা করে জামায়াত। খুলনা-৪ (রূপসা-দিঘালিয়া-তেরখাদা) আসনের প্রার্থী হলেন খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে প্রার্থী হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি সেক্রেটারি জেনারেল ও এই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

 

খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) প্রার্থী হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক , সাবেক খুলনা মহানগর আমির মাওলানা আবুল কালাম আজাদ। 

দায়িত্বশীল সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও মহানগর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।

মুল্যবান মন্তব্য করুন