সাতক্ষীরার কালিগঞ্জে বোরকা পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:18 ফেব্রুয়ারি 2025, 07:34 বিকাল
news-banner


আলমগীর কবির কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরা  কালিগঞ্জের পাউখালি  এলাকায় সোমবার মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন  ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। 
 সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদি,  রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল রাজী টোকন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের নামে 'হরতাল সফল হোক' লেখা একটি  ব্যানারে বোরকা পরিহিত  অবস্থায়  মিছিল করতে দেখা গেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১টার দিকে পাউখালী  এলাকায়  কযেকজন যুবক  এ মিছিল করে। ওই সময় তাদের সবার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সোয়া ১১টায়  পানিয়ার দিক থেকে পাউখালী এলাকায় ৭-৮ জন  যুবক জড়ো হয়। এরপর তারা হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু -  ‘আমরা কারা- শেখ হাসিনা’, ‘তোমরা কারা- শেখ হাসিনা’, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’;  ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’— বলে স্লোগান দেয়। এরপর দুই মিনিটের মধ্যে তারা ওই এলাকা থেকে চলে যায়।

মুল্যবান মন্তব্য করুন