ডেমরা থানা জামায়াতের ফ্রী সুন্নতে খতনার আয়োজন

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:23 ফেব্রুয়ারি 2025, 05:47 সকাল
news-banner

ঢাকা অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার উদ্যোগে ৭০ নং ওয়ার্ডের ছোট পাইটিতে বসবাসরত মানুষের সন্তানদের নিয়ে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার ২২ ফেব্রুয়ারি ডেমরা পশ্চিম থানা আমীর মাও. মুহা. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং থানা মজলিশে শুরা সদস্য সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও ডেমরা উত্তর থানা আমীর জনাব মাওলানা মিজানুর রহমান।

 এছাড়াও আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী ইঞ্জিনিয়ার কামারাম মুনীর ফুয়াদ, কর্মপরিষদ সদস্য খন্দকার মুনিরুজ্জামান, আরিফুর রহমান মাহীন,৭০ পশ্চিম ওয়ার্ড সহ-সভাপতি খলিলুর রহমান, সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ, আকতার হোসেন, ওয়ালিউল্লাহ, হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

 ফ্রি-সুন্নতে খৎনা ক্যাম্পে প্রায় ২২ জনের সুন্নতে খৎনা সেবা দেওয়া হয়।

মুল্যবান মন্তব্য করুন