লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, হে যুবক এগিয়ে আসো, আমিও তোমাদের সাথে আছি পাকা চুল-দাঁড়ি এবং ভ্রু নিয়ে। দেশ গড়ার মিছিলে আমিও সামনের সারিতে থাকবো। নতুন করে কোরআনের দেশ গড়তে পারে এমন যুবক তৈরির জন্য মা-বোনদের প্রতিও উদাত্ত আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মাদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। এর আগে রায়পুর পৌরসভা আমীর হাফেজ ফজলুল করীমের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণজমায়েতের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা সেক্রেটারি ফারুক হোছাইন নূরুন্নবীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডা. আনোয়ারুল আযিম, ফেনী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, নোয়াখালী জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আলা উদ্দিন, ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, লক্ষ্মীপুর জেলা নায়েবে আমীর এডভোকেট নজির আহমাদ, লক্ষীপুর-৪ রামগতি ও কমলনগর উপজেলার মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, নোয়াখালী জেলার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহমদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, এডভোকেট মুহসিন কবির মুরাদ, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আবদুল্লাহ আল মামুন ,লক্ষ্মীপুর পৌরসভা আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর শহর শাখা শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরা।