রাজধানীতে জামায়াতের ইউনিট সম্মেলন

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:17 জানুয়ারী 2025, 09:29 রাত
news-banner
আসাদুজ্জামান টিপু 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর)রের শেরেবাংলা নগর থানার উত্তর এর উদ্যোগে ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী ২০২৫) রাজধানীর আর্কাইভ মিলনায়তনে শেরেবাংলা নগর থানা উত্তর এর উদ্যোগে আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে শেরেবাংলা নগর থানা উত্তরের আমির মুহাম্মদ আব্দুল আউয়াল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর এর সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডঃ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা। 

থানা সেক্রেটারী মোঃ মনজুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, বায়তুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, মোঃ হুমায়ুন কবির, হাফেজ শাহজাহান, হাফেজ সাইফুল ইসলাম, মোঃ সাইফুল আলম এডভােকেট তৌহিদুর রহমান প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডঃ মুহাম্মদ রেজাউল করীম বলেন, জামায়াতের জনশক্তিদের দিনের শুরুটাই হবে দাওয়াতী কাজের মধ্যে দিয়ে।সমাজের সর্বস্তরের মানুষের মাঝে কুরআনের দাওয়াত পৌঁছাতে হবে। আল্লাহর রাসূল সা. দাওয়াতী কাজের জন্য সাহাবায়ে কেরামদেরকেও বিশ্বের বিভিন্ন দেশে হিজরতে পাঠিয়েছিলেন।

মুল্যবান মন্তব্য করুন