পুরোনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়

ইমরান , প্রকাশ:04 মার্চ 2025, 04:07 দুপুর
news-banner
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে গণঅভ্যুত্থানে সৃষ্ট দলটির নেতাকর্মীরা।
 
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে বিআরটিসির দুটি ডাবল ডেকার বাসে করে স্মৃতিসৌধে আসেন দলের নেতাকর্মীরা। এরপর স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দলেন সদস্যসচিব আখতার হোসেন, আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

এসময় নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান এবং পুরোনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। ২৪ এর গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কেবলমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। সেজন্য আমরা বলছি ২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্রজনতা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং গোটা শাসন কাঠামোসহ সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।

 

এছাড়াও নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে।

 

আখতার হোসেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, যার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচারের বাংলাদেশ। গত ৫৪ বছরে তা অধরা থেকে গেছে। আমরা এনসিপির নেতা-কর্মীরা অঙ্গীকারবদ্ধ, সেই বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব।’

 

আখতার হোসেন আরও বলেন, ‘সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রস্তাবনার জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম, বাংলাদেশ পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। ঢাকা শহরকে গ্লোবাল সাউথের প্রধান হিসেবে দেখা। এমন অনেকগুলো স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি, নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। এর ভিত্তিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। একইসঙ্গে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন, তারা সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন— এমন প্রস্তাবনাও আমাদের আছে। অল্প সময়ের মধ্যে সারাদেশে জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টি কার্যক্রম বিস্তৃত করবে।’

 

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে রায়েরবাজারে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার কথা রয়েছে তাদের। দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন তারা।

 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি।

মুল্যবান মন্তব্য করুন