নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:10 মার্চ 2025, 10:37 দুপুর
news-banner


নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চাষাড়ায় ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী অপূর্ব (২৫) নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাতে বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ধর্ষণবিরোধী মিছিল শেষে ফেরার পথে হামলার শিকার হন।

অপূর্ব ফতুলার মাসদাইল এলাকার খোকন মিয়ার ছেলে। এদিকে অভিযুক্ত সন্দেহে সম্রাট (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তিনি শহরের গলাচিপা এলাকার মো. হোসেনের ছেলে।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিডি এডিশনকে বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় জনতার মারধরে আহত এক যুবককে চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মুল্যবান মন্তব্য করুন