ঢাবি শাখা ছাত্রশিবিরের তথ্য উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:12 মার্চ 2025, 06:03 বিকাল
news-banner

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যকে ‘ভিত্তিহীন ও দুঃখজনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানায়।

জানা গেছে, সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঢাবি শিবিরকে 'উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী’  বলে মন্তব্য করেন। তার এই বক্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এক যৌথ বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়।

ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দীন খান বলেন, “একজন দায়িত্বশীল সরকারি উপদেষ্টার কাছ থেকে এমন মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক।”

তারা আরও বলেন, “আমরা এই বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ জানাই। এটি রাজনৈতিক বিভাজন তৈরির অপপ্রয়াস। সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তি যখন নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করেন, তখন তা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।”

নেতারা আরও উল্লেখ করেন, এই ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং সরকারের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তারা মাহফুজ আলমকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।”

মুল্যবান মন্তব্য করুন