বি এল কলেজে শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

ইমরান , প্রকাশ:14 মার্চ 2025, 10:39 রাত
news-banner
সরকারী ব্রজলাল  বিশ্ববিদ্যালয়ে (বি এল)  শিক্ষার্থীদের নিয়ে এ  ইফতার মাহফিল করেছে ছাত্রশিবির।শুক্রবার  (১৪মার্চ) বিকেল ৪টা থেকে দৌলাতপুর সরকারী বি এল কলেজ মাঠে   উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠান শুরু হয়।

এসময় প্রায় ২০০০ জন শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। আসরের নামাজের পর ইফতার বিতরণের স্থানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

ছাত্রশিবির বি এল কলেজ সভাপতি হযরত আলী এর সভাপতিত্বে সেক্রেটারি হোসাইন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন বিশেষ অতিথি ছিলেন বিএল কলেজ অধ্যক্ষ শেখ হুমায়ূন আহমেদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতপুর থানা আমীর ও বি এল কলেজ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোশারফ হোসেন আনসারী। মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাকিব হাসান,সাবেক বিএল কলেজ সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ মাস কোরআন নাজিলের মাস। তাই আমাদের কুরআনের শিক্ষা নেয়া, বুঝা ও বাস্তব জীবনে মানতে হবে।  পশ্চিমা কালচার থেকে বেঁচে থাকার জন্য প্রচেষ্টা করতে হবে।তাকওয়া আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে রমযানকে কাজে লাগাতে হবে। বেশি বেশি ইবাদত বন্দেগির মাধ্যমে রমযানে ঈমানকে মজবুত করতে হবে। হালাল উপার্জনের মাধ্যমে নেকির পাল্লা ভারী করার উত্তম সময় হচ্ছে রমযান। 

তিনি  আরো বলেন  বাংলার জমিনে  আর কোন  স্বৈরাচারী, অত্যাচারী,জুলুমবাজের  জায়গা হবে না । 

অনন্যদের মধ্য উপস্থিত ছিলেন  গাজী আব্দুল অহিদ,মহানগর অর্থ সম্পাদক আসিফ বিন আজাদী, সাহিত্য সম্পাদক বেলাল হোসেন, আব্দুর রশিদ, কামরুল ইসলাম,আল আমিন,রায়হান ইসলামসহ, বিএল কলেজ অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী প্রমূখ।

মুল্যবান মন্তব্য করুন