ঢাকা অফিস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের অধীনস্থ কলোনি ওয়ার্ডের এলজিইডি ও কাচাঁবাজার ইউনিটের উদ্যোগে আজ ২৪ মার্চ (সোমবার) বিভিন্ন পেশাজীবি মানুষেদের নিয়ে রাজধানীর আগারগাঁও কাচাঁবাজার মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কলোনি ওয়ার্ডের সভাপতি সিরাজুল মুনির কাফির সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি আয়াতুল্লাহ আল খামিনির পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর উত্তর থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন এলজিইডি ইউনিটের সভাপতি মেহেদী হাসান রেজা, বিডি এডিশনের বার্তা সম্পাদক মেহেদী হাসান আনাস, খুলনা এডিশনের স্টাফ রিপোর্টার আহসানুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

শেরেবাংলা নগর থানা উত্তরের সেক্রেটারি মন্জুরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন আল্লাহ তায়ালা মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছেন আর জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য যারা তাদের চোখের সামনে অন্যায় হওয়ার পরও তারা বাধা দেন না, তার জন্য প্রতিবাদ করেন না, তা থেকে বেচে থাকার জন্য মানুষকে সচেতন করে না। এই ব্যাপারে আল্লাহ তায়ালা সুরা আরাফে আমাদের জন্য স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন। যারা মনে করে ইসলামি আন্দোলনের ব্যাপারে কোরআনে কোন কিছুই বলা নাই তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা সূরা শুরার-১৩ নাম্বার আয়াতে স্পষ্ট ভাষায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার পূর্ববর্তী নবীদের কে নির্দেশ প্রদান করেছেন। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজকে আমাদের সবার মৌলিক দায়িত্ব হিসেবে বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে।