ঢাকা অফিস :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উত্তরের অধিনস্ত চান্দিনা উপজেলা ও চান্দিনা পৌরসভার উদ্যোগে আজ ১ এপ্রিল (মঙ্গলবার) মহিচাইল হাইস্কুল অডিটোরিয়ামে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়।
চান্দিনা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপত্বিতে উপজেলা সহকারী সেক্রেটারী ইলিয়াস হোসাইন সরকার এর উপস্থাপনায় ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান শুরু হয়। উক্ত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী উত্তরের আমীর অধ্যাপক আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ার হোসাইন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি জননেতা ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, চান্দিনা পৌরসভার আমীর মাওলানা আবুল হাশেম, চান্দিনা উপজেলার নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসাইন, সাবেক শিবির দায়িত্বশীল ড. কুতুব উদ্দিন বখতিয়ার, সহকারী এটর্নি জেনারেল এডভোকেট জাকির হোসাইন, জয়নাল আবেদীন, আবু সুফিয়ান, ইয়াহিয়া রায়হান, আশিকুর রহমান সহ সাবেক এবং বর্তমান বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মতিন বলেন বিগত ৫ আগস্টের পূর্বে আমরা গত ১৫ বছরে এই ধরনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করতে পারব বলে আমরা চিন্তাও করিনি। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে তা করতে দেয়নি। তাছাড়া বিগত ফ্যাসিস্ট সরকার জামাতের পাঁচজন নেতৃবৃন্দ কে ফাঁসি দিয়ে চিন্তা করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধুলায় মিশিয়ে দিবে এবং এ দেশ থেকে ইসলামকে মুছে দিবে। কিন্তু তারা বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামীকে মুছতে পারেনি, পারেনি, পারেনি, এবং তারা মোছতে পারবেও না ইনশাআল্লাহ। কেননা তারা ইসলামকে মুছে ফেলতে চায় তারা বাংলাদেশের মানুষের মন থেকে জামায়াতে ইসলামীকে মুছে ফেলতে চায় কিন্তু ইসলামকে যতই মুছে ফেলতে চায়না কেন ইসলাম পুষ্ফুটিত হবে এবং বিশ্ব ছড়িয়ে পড়বে ইসলামের এই দুশমনরা তা যতই চেষ্টা করুক না কেন।
তিনি আরো বলেন এই বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পর সারা দেশের জনগণ তার প্রতিবাদ করেছে, এবং ফ্যাসিস্ট সরকার দেখতে পেয়েছে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বিগত সময়ের চেয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এদেশের মানুষের আস্থার প্রত্যাশা হচ্ছে আগামী দিনের বাংলাদেশে হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামের বাংলাদেশ।