site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
খুলনায় সাংবাদিক মানিক সাহার মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 15 জানুয়ারী 2025, 10:55 দুপুর
news-banner
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের মানিক সাহার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা,প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম নুর,কাজী শামীম আহমেদ সহ খুলনার সাংবাদিক বৃন্দ।
এরপর পর্যায়ক্রমে  প্রেসক্লাব চত্বরে তার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন,খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিভি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংসদ।

পুষ্পস্তবক অর্পণ শেষে খুলনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সাংবাদিকরা স্মৃতিচারণ করেন।

সাংবাদিক মানিক চন্দ্র সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের সামনে বোমা হামলায় নিহত হন। তিনি ২০০৯ সালে মরণোত্তর একুশে পদক প্রাপ্ত হন।

সাংবাদিক মানিক চন্দ্র সাহা ১৯৫৬ সালের ১০ জুন নড়াইল জেলার কালিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।