site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
গাবতলী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রকাশিত: ইমরান 06 মার্চ 2025, 03:14 দুপুর
news-banner
রাজধানীর গাবতলী শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের  কর্মকর্তা অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত আব্দুল্লাহ বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ঘনবসতিপূর্ণ বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আটটি ফায়ার স্টেশন কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁওয়ের ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।