site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত: ইমরান 10 মার্চ 2025, 05:34 সকাল
news-banner
ঝালকাঠি প্রতিনিধি 
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিজ বাড়ীর পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে মো. নাইম (৩৫) নামের এক যুবক মারা গেছে। রবিবার (৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার আমুরীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাইম উপজেলার আমরীবুনিয়া গ্রামের মো. চুন্নু মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা। 

জানাগেছে, উপজেলার আমরীবুনিয়া গ্রামের মো. চুন্নু মিয়ার পুত্র মো. নাইম বিদ্যুৎ চালিত জগ মর্টার দিয়ে নিজ বাড়ীর পুকুর সেচ করার সময় পানিতে বিদ্যুতায়িত হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও পবিরাব পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার তাকে মৃত্যু ঘোষনা করেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মং চেনলা জানান, নাইম বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।