site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
জাফলং এ বালু উত্তোলন করা নিয়ে সংঘর্ষে আহত ২০
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 10 মার্চ 2025, 10:12 দুপুর
জাফলং এ বালু উত্তোলন করা নিয়ে সংঘর্ষে আহত ২০
news-banner


সিলেট অফিস:

সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলন এবং সাইট দখলকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট এর জাফলং জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, স্থানীয় কামাল হোসেন মেম্বার ও লাখের পার গ্রামের আব্দুল হেকিম দুগ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য কামাল হোসেন বিডি এডিশনকে বলেন, লাখের পার গ্রামের হেকিম মিয়া ও মোহাম্মদপুরের সুমন শিকদারসহ অর্ধশত লোকজন দিন-রাত জাফলং জিরো পয়েন্ট থেকে ট্রাক ভর্তি করে বালু-পাথর নিচ্ছেন। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করে আসছি। রাতে লোকজন নিয়ে প্রতিবাদ করতে গেলে হেকিম ও সুমন শিকদারের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আমাদের পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।