
গাজীপুরে বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
আজ বুধবার (১২ মার্চ) সকাল ৮ টায় থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ ঘটনায় কারখানা ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানান, গোল্ডেন রিপিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিক মোছা. জান্নাতুল রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ ঘটনার প্রেক্ষিতে কারখানার অন্যান্য শ্রমিকরা ঢাকা - ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় মহা সড়ক অবরোধ করে। ওই কারখানার শ্রমিকরা পার্শ্ববর্তী কারখানা মন্ডল ইন্টিমেন্ট লিমিটেডের এর শ্রমিকদের ছুটি দেওয়ার জন্য কারখানার মেইন গেট ভাঙচুর করছে বলে জানা যায়।
এদিকে, মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়কেও একই কারণে শ্রমিকরা বিক্ষোভ করছে এবং সড়ক অবরোধ করেছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।