site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
দেশ ব্যাপী নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে কয়রায় মানববন্ধন
প্রকাশিত: ইমরান 17 মার্চ 2025, 04:26 দুপুর
news-banner
 দেশ ব্যাপী নারী ও শিশু ধর্ষন ও হত্যা, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খুলনার  কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশান ও এনসিটিএফের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা  পরিত্রানের সহযোগিতায় উপজেলার  তিনরাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ, ব,ম আঃ মালেক,বড়বাড়ী মাধ্যমিক বিদ্যয়ের  প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়,পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সাধনা মুন্ডা, এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।

মানববন্ধনে খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, বলেন, "ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আরও কঠোর আইন এবং সুনিশ্চিত শাস্তির ব্যবস্থা দরকার। আমাদের সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং ধর্ষণের শিকারদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে  হবে।


উপজেলা  শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ, ব,ম আঃ মালেক,  বলেন, "ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের আওয়াজ আরও তীব্র করতে হবে। এটা শুধুমাত্র একজন নারীর সমস্যা নয়, পুরো সমাজের সমস্যা। আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং ধর্ষণের শিকার ব্যক্তির প্রতি সহানুভূতি এবং সমর্থন জানাতে হবে।