site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
যশোর শীর্ষ সন্ত্রাসী সাদি নিহত
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 18 মার্চ 2025, 09:16 সকাল
news-banner

যশোর প্রতিনিধি:

যশোরে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও ছুরিকাঘাতে শীর্ষ সন্ত্রাসী মীর সামির সাকিব সাদী (৩৫) নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে শহরের মুড়িব সড়ক জয়ন্তী সোসাইটির পেছনে তার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সাদী ওই এলাকার মীর শওকত আলির ছেলে।

নিহতের চাচাতো ভাই রাকিব জানান, রাত ১২টার দিকে তিনি ও সাদী বাড়ি ফেরেন। বাড়ির উঠানে মোটরসাইকেল ঢুকানোর সময় পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করে। এরপর তাকে গুলি করে। এ সময় তিনি হামলাকারী ট্যাটু সুমন, মেহেদীসহ তাদের সহযোগীদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করলে তারা আরও ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। তাদের ছোড়া গুলিতে সাদী আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহত সাদী রেলবাজারের ইজারাদার। হামলাকারীরা বাজার এলাকায় চাঁদাবাজি করতো। তাদের প্রশ্রয় না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ জানতে পুলিশ তদন্ত করছে। 

তিনি আরও জানান, নিহত সাদী ও হত্যাকাণ্ডে জড়িত বলে যাদের নাম আসছে উভয় পক্ষই সন্ত্রাসী। সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।