site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

বিনোদন
‘কথা ক’–এর পর ‘লাল বাত্তি’ জ্বালালেন সেজান
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 30 জানুয়ারী 2025, 04:23 দুপুর
news-banner
গত ২৫ জানুয়ারি প্রকাশিত হয়েছে সেজানের নতুন অ্যালবাম ‘লাল বাত্তি’। অ্যালবামের প্রচ্ছদের ছবি প্রকাশ করে সেজান ফেসবুকে লিখেছেন, ‘বহুল প্রতিক্ষীত “লাল বাত্তি” অ্যালবামটি অবশেষে এসেছে। আমরা অনেক দিন ধরেই অ্যালবামটির কাজ করছিলাম।’ পোস্ট করা প্রচ্ছদের ছবিতে দেখা যাচ্ছে, নতুন অ্যালবামে গান রয়েছে মোট ১০টি। লালের আবহে তৈরি পোস্টারে রয়েছে একটি ধারালোর কুড়ালের ছবি। গানে গানে যে প্রতিবাদ জানাতে চেয়েছেন শিল্পী, এটা হয়তো তারই প্রতীক।

এর মধ্যে অ্যালবামের টাইটেল গান ‘লাল বাত্তি’ ও ‘গঙ্গা’ মিউজিক ভিডিও আকারে প্রকাশ করছেন শিল্পী। সেজানের চ্যানেলে মুক্তির পর গানগুলো চলে এসেছে ট্রেন্ডিংয়ে। আজ সকালে ‘গঙ্গা’ গানটি রয়েছে ট্রেন্ডিংয়ের ১৫ নম্বরে, ‘লাল বাত্তি’ রয়েছে ১৮-তে। দুটি গানেই সমসাময়িক নানা অসংগতি নিয়ে কথা বলেছেন সেজান। ‘চোক্ষে চাইলেই বুঝন যায় কি আসে কার মনে’ গানে এমন কথা শুনে অনেকেই মন্তব্য করেছেন, ‘এবার সেজানের গান যেন আরও ধারালো হয়ে উঠেছে।’

গত ২৫ জানুয়ারি ইউটিউবে আসে ‘লাল বাত্তি’। আজ সকাল পর্যন্ত গানটির ভিউ ১ লাখ ৪২ হাজারের বেশি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, গানের প্রতিটি কথা মনের ভেতর গেঁথে থাকে। আরেকজন লিখেছেন, ‘সেজান ভাইয়ের গান যেন আগুন।’ সঙ্গে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।


২৫ জানুয়ারি আসা ‘গঙ্গা’ গানটিও দারুণ পছন্দ করেছেন ভক্তরা। আজ সকাল পর্যন্ত গানটির ভিউ ১ লাখ ৫৯ হাজারের বেশি। এ গান শুনে মন্তব্যে ঘরে একজন লিখেছেন, ‘অনেক দিন ধরে নতুন গানের অপেক্ষা করছিলাম। অপেক্ষা পুরোপুরি সার্থক।’

‘কথা ক’ দিয়ে আলোচনায় আসার পর গত বছর বেশ কয়েকটি কনসার্টে অংশ নেন সেজান। বছরের শেষের দিকে নাম লেখান সিনেমার গানে। ‘এই শহর স্বার্থপর’ গানটি বানানো হয়েছে ‘প্রিয় মালতী’ সিনেমার জন্য। সেজান একা নন, আহমেদ হাসান সানিও আছেন গানটিতে। এই শহরের অর্থাৎ মহানগর ঢাকার নিম্নমধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানের কথা।


চলতি বছর সেজান ও আরেক র‍্যাপার হান্নানকে পাওয়া যায় বইয়ের পাতায়। সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে আলোচিত দুই তরুণ র‍্যাপার সেজান ও হান্নানের নাম এসেছে। বইয়ের ‘আ নিউ জেনারেশন’ অধ্যায়ে ছাত্র-জনতার আন্দোলনে তাঁদের গানের ভূমিকা কথা তুলে ধরা হয়েছে।