
আইপিএল খেলতে এসে বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। ভারতীয় আবহে হিন্দি ভাষাভাষী সতীর্থদের সঙ্গে মিশে দেশটির সিনেমা অঙ্গন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের। প্রায়ই ব্লকবাস্টার সিনেমাগুলোর ডায়ালগ চর্চায় দেখা যায় ওয়ার্নারকে। এবার সিনেমার পর্দায়ই দেখা যাবে এই ক্রিকেটারকে।
চলতি মাসের শুরুতেই ভারতীয় প্রযোজক রবি শংকর জানান, তেলেগু সিনেমা ‘রবিনহুড’-এ দেখা যাবে অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। এবার প্রকাশিত হয়েছে সেই সিনেমার পোস্টার। আগামী ২৮ মার্চ মুক্তি পাবে ওয়ার্নার অভিনীত সিনেমাটি।
ওয়ার্নারের ছবি সংবলিত রবিনহুড সিনেমার সেই পোস্টারে অজি কিংবদন্তিকে তেলেগু সিনেমায় স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’
পোস্টারটি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার দিয়ে ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু নায়ক নিথিন। তার বিপরীতে হিরোইন হিসেবে থাকছেন শ্রীলিলা। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।