
ওয়াশিংটনের একতরফা শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বাণিজ্য প্রতিহতকরণ’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় কমিশনের ঘোষণায় জানানো হয়েছে, ইইউ সদস্য রাষ্ট্রগুলো ইতোমধ্যেই এ পদক্ষেপ গ্রহণে সম্মতি প্রদান করেছে। আগামী ১৫ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক আদায় শুরু করবে ইইউ। তবে শুল্কহার এখনো নির্ধারিত হয়নি। অবশ্য কমিশন স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র যদি একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে এ শুল্ক যেকোনো সময় স্থগিত করা যেতে পারে।
বিবৃতিতে ইইউ তার অবস্থান ব্যাখ্যা করে বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ককে অযৌক্তিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিকর মনে করি, যা কেবল ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কই নয়, বরং বিশ্ব অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।’
এই ঘোষণার মধ্য দিয়ে ইইউ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা প্রতিক্রিয়ার চেয়ে ন্যায্যতার নীতিকে গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের একতরফা শুল্কনীতির বিপরীতে ইইউ একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য কাঠামোর পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে, তারা বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে গঠিত একটি সহযোগিতামূলক বাণিজ্য সম্পর্ক প্রত্যাশা করছে।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন দৃষ্টি থাকবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার দিকে- এই ‘বাণিজ্য প্রতিহতকরণ’-এর মুখে তারা কী পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে ইইউ-মার্কিন বাণিজ্য সম্পর্ক কোন পথে অগ্রসর হয়।
সূত্র : আল জাজিরা