site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
ইরানের বন্দরে বড় বিস্ফোরণ : নিহত ৪, আহত ৫ শতাধিক
প্রকাশিত: আরিফুল ইসলাম 27 এপ্রিল 2025, 02:20 রাত
news-banner

ইরানের পোর্ট সিটি বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম।

শনিবার এক বিবৃতিতে ইরানের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তেহরান থেকে ১০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিনা কন্টেইনার ইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটে। এটি ইরানের বন্দর ও সমুদ্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আওতাধীন।

প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে, বন্দর কমপ্লেক্সের মধ্যে একটি প্রশাসনিক ভবনে বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল। বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে প্রশাসনিক ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং অনেক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে জানিয়েছে, আহতের সংখ্যা ৫৬১ জন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, সেখানে অগ্নিনির্বাচক সরঞ্জামের অভাব রয়েছে।

হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পরিচালক মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, নিরাপত্তা কর্মকর্তারা এর আগেই ঘটনাস্থলটি পরিদর্শন করেছিলেন এবং কর্তৃপক্ষকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক করেছিলেন।

এদিকে, ইরানের জাতীয় পেট্রোলিয়াম রিফাইনারি ও ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, এ বিস্ফোরণে ওই এলাকার তেল স্থাপনাগুলো আক্রান্ত হয়নি।

এর আগে, হরমুজগান বন্দর ও সমুদ্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ জানিয়েছেন, বিস্ফোরণটি শহীদ রাজাই বন্দর ডকে সংঘটিত হয়েছে।

শহীদ রাজাই বন্দরটি মূলত কন্টেইনার ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়, যেখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোলিয়াম দ্রব্য থাকে।

এর আগে, ২০২০ সালে এই বন্দরটিতেই একটি বড় সাইবার আক্রমণ চালিয়েছিল ইসরাইল। এ আক্রমণে বন্দরের কম্পিউটার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় বেশ কিছু দিন কার্যক্রম বন্ধ ছিল।

আজকের বিস্ফোরণটি এমন সময় ঘটলো যখন ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে পরমাণু চুক্তির প্রস্তুতি নিচ্ছিলেন।