site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০১ জন ফিলিস্তিনী নিহত
প্রকাশিত: আরিফুল ইসলাম 19 মে 2025, 09:59 রাত
news-banner

ফিলিস্তিনের গাজায় রোববার ভোররাত থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ১০১ জন নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, অন্তত ৪৪ জন গাজার দক্ষিণাঞ্চলে, উত্তরাঞ্চলে ৪২ জন এবং মধ্যাঞ্চলে ১৫ জন নিহত হয়েছেন।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ভোররাত থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৪৫ জন গাজা সিটিতে ও ভূখণ্ডটির উত্তরাঞ্চলে নিহত হয়েছেন।

ইসরায়েল তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করার পর থেকে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি ঘটতে দেখেছে।

জাবালিয়া শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেছেন, “আমার স্ত্রী ও সন্তানরা এই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। আমি জানিনা এখন কী করবো।”

তিনি জানান, এলাকাটি ছাড়ার জন্য তিনি একটি ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিলেন। রাস্তায় দাঁড়িয়ে তিনি চালককে ভেতরে এসে সাহায্য করার জন্য বলার সময় কী ঘটে গেল তিনি আর জানেন না। স্ত্রী ও ৩ বছর, ৫ বছর ও ৯ বছর বয়সী তিন সন্তান ভেতরে চাপা পড়েছে।

এর আগে যুদ্ধের শুরুর দিকে তার এক কন্যা, বোন ও মা নিহত হন বলে জানান তিনি।

ইসরায়েল গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুগুলোতেও হামলা চালিয়েছে। এই শিবিরে ভোররাতের বোমাবর্ষণে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি সামরিক বাহিনীর এসব ‘নৃশংস’ বিমান হামলার তীব্র নিন্দা করেছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, “বাস্তুচ্যুত বেসামরিকদের তাঁবুর ভেতরে রেখে পুড়িয়ে মারা একটি নৃশংস অপরাধ। এটি যুদ্ধাপরাধী নেতানিয়াহু সরকারের ফ্যাসিবাদকে তুলে ধরেছে। এটি সব মানবিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

“গাজা ভূখণ্ডে নিরীহ শিশু, নারী ও বৃ্দ্ধদেরসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যস্থলে পরিণত করার এই উন্মত্ত বৃদ্ধির জন্য সন্ত্রাসী দখলদার সরকারকে রাজনৈতিক ও সামরিক সুরক্ষা দেওয়া মার্কিন প্রশাসন সরাসরি এর দায় বহন করে।“

গাজায় গণহত্যা বন্ধ করার জন্য হামাস ‘আরব ও ইসলামি দেশগুলোকে তাদের দায়িত্ব পালন করতে ও জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করার’ আহ্বান জানিয়েছে।