site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা কানাডার
প্রকাশিত: 31 জুলাই 2025, 02:07 দুপুর
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা কানাডার
news-banner

গাজায় ইসরাইলের চলমান নৃশংসতার মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার (৩০ জুলাই) জানিয়েছেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে কানাডা।

তিনি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর হওয়ার আশা করেছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়।

সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্স একই ধরনের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এই স্বীকৃতির ফলে গাজায় চলমান যুদ্ধ ও অধিকৃত পশ্চিমতীরে অবৈধ বসতি সম্প্রসারণে কী প্রভাব পড়বে, তা স্পষ্ট নয়। এ দুটি অঞ্চল নিয়েই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে।

কার্নি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে সংস্কারের প্রতিশ্রুতি এবং ২০২৬ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকারের উপর ভিত্তি করে এই স্বীকৃতি দেয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনো ভূমিকা রাখতে পারবে না এবং ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

তবে অনেকের মতে, এই শর্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের স্বচ্ছতা ও বৈধতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান রক্ষা করার অর্থ হলো সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তি বেছে নেয়া সকল মানুষের পাশে দাঁড়ানো।’

এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার এসব পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই স্বীকৃতি আসলে ‘হামাসকে পুরস্কৃত করা’।

চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে স্বীকৃতির কথা বলার পর ট্রাম্প বলেন, ‘তার কথা কোনো গুরুত্ব রাখে না। এতে কিছুই পরিবর্তন হবে না।’

মঙ্গলবার তিনি যুক্তরাজ্যের উদ্যোগেরও আপত্তি জানিয়ে বলেন, স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে তার বৈঠকে এই বিষয়টি উঠে আসেনি।

ট্রাম্প প্রশাসন বরাবারই ইসরাইলকে দৃঢ় সমর্থন দিয়ে আসছে। যদিও জাতিসঙ্ঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে। ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সূত্র : আল জাজিরা