site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
২৪ ঘণ্টায় আরও ৬৩ প্রাণহানি, গাজায় নিহতের মিছিল থামছেই না
প্রকাশিত: 04 অক্টোবর 2025, 02:10 দুপুর
২৪ ঘণ্টায় আরও ৬৩ প্রাণহানি, গাজায় নিহতের মিছিল থামছেই না
news-banner

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও অন্তত ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৮৮ জনে।

শুক্রবার (৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে।

প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাত শুরুর পর থেকে গাজায় আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৯ হাজার ১৬৫ জন। শুধুমাত্র গত একদিনে আহত হয়েছেন ২২৭ জন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা আছেন, যাদের উদ্ধার সম্ভব হয়নি প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সংকটের কারণে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১৫ ফিলিস্তিনি নিহত ও ৮০ জন আহত হয়েছেন। শুধু মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা এখন ২ হাজার ৫৯৭ জন, আর আহত হয়েছেন অন্তত ১৯ হাজার ৫৪ জন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি ইসরায়েলকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতেও মোকাবিলা করতে হচ্ছে।

তবুও থামেনি হামলা ও ধ্বংসযজ্ঞ। অবরুদ্ধ এই ভূখণ্ডে অব্যাহত হত্যাযজ্ঞের নিন্দায় বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ও ক্ষোভ বাড়ছে।