
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভায় তিনি এ কথা বলেন।
দফতরটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণকারী মাস্ক বলেন, ‘ডিওজিই টিমের সামগ্রিক লক্ষ্য হল বিশাল ঘাটতি মোকাবেলায় সহায়তা করা। আমরা কেবল একটি দেশ হিসেবে দুই ট্রিলিয়ন ডলারের ঘাটতি বয়ে বেড়াতে পারি না।’
তিনি বলেন, ‘জাতীয় ঋণের সুদ এখন প্রতিরক্ষা বিভাগের ব্যয়কে ছাড়িয়ে গেছে। আমরা প্রতিরক্ষা বিভাগের ওপরও অনেক ব্যয় করেছি। কিন্তু আমরা সুদের জন্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করছি। যদি এটি চলতে থাকে তাহলে দেশটি কার্যত দেউলিয়া হয়ে যাবে।’
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট, সংস্থা ও বিভাগগুলোর জন্য ডিওজিই ‘একটি সহায়তামূলক ফাংশন।’ এটি সঞ্চয় অর্জনে সহায়তা করবে এবং ‘জালিয়াতি ও অপচয়’ ১৫ শতাংশ হ্রাস করবে।
মাস্ক আরো বলেন, ‘আমরা নিখুঁত হব না। কিন্তু আমরা ভুল করলে তা খুব দ্রুত ঠিক করে ফেলব।’
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি