site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চল, লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ
প্রকাশিত: আরিফুল ইসলাম 28 ফেব্রুয়ারি 2025, 05:23 সকাল
news-banner

জাপানের উত্তরাঞ্চলে দাবানলে ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। অঞ্চলটির শত শত বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকের প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইওয়াতে অঞ্চলের ওফুনাতোর বনাঞ্চলে আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায়, আশেপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নগর কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দাবানলে কমপক্ষে ৮৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় ওফুনাতোর মেয়র কিয়োশি ফুচিগামি দাবানলকে ‘বড় আকারের’ বলে বর্ণনা করে বলেন, প্রায় ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে। তবে এখনো এর কারণ জানা যায়নি।

২০২৩ সালে জাপান জুড়ে প্রায় এক হাজার ৩০০টি দাবানল ঘটেছিল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এর তীব্রতা বেশি ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে।

ফুচিগামি বলেন, ‘সর্বশেষ ইওয়াতে আগুনের ক্ষেত্রে পশ্চিম দিক থেকে আসা প্রবল বাতাস একই এলাকায় ছোট ছোট দাবানল ছড়িয়ে দিতে সাহায্য করেছিল।’

সূত্র : বাসস