site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
অস্কার ২০২৫: সেরা ছবির পুরস্কার জিতলো ‘আনোরা’
প্রকাশিত: ইমরান 04 মার্চ 2025, 12:39 রাত
news-banner
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) বিজয়ীদের নাম। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিল জ্যাক অডিয়ার্ড পরিচালিত এমিলিয়া পেরেজ, তবে পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে ছিল শন বেকার পরিচালিত আনোরা।

সোমবার (৩ মার্চ) আয়োজিত এই আসরে আনোরা সিনেমাটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ মোট পাঁচটি বিভাগে অস্কার জিতেছে। সিনেমাটির গল্পে এক রুশ গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিট ডান্সারের প্রেমে পড়েন, তবে তাদের বিয়ে মেনে নেয় না গ্যাংস্টার পরিবার। আবেগঘন এ কাহিনি মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করে নেয়।

অন্যদিকে, দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন এড্রিয়েন ব্রডি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে আমেরিকায় আসা এক দম্পতির সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি সেরা সঙ্গীত ও সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কারও পেয়েছে।

এবারের আসরে এড্রিয়েন ব্রডি ও মাইকি ম্যাডিসনের আবেগঘন বক্তৃতা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে। ২০০৩ সালে দ্য পিয়ানিস্ট সিনেমার জন্য প্রথমবার অস্কারজয়ী ব্রডি তার তারকা-জীবনের উত্থান-পতন নিয়ে কথা বলেন।

অস্কার আয়োজনে এবার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ফায়ার ফাইটারদের সম্মান জানাতে পুরো থিয়েটার করতালিতে মুখরিত হয়।

ভারত থেকে এবছর একমাত্র মনোনয়ন পেয়েছিল গুণীত মঙ্গা ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের সিনেমা অনুজা, তবে এটি আই অ্যাম নট আ রোবট সিনেমার কাছে পরাজিত হয়। তা সত্ত্বেও সিনেমাটির পথচলাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা জানিয়েছেন অনেকে।

এক নজরে ৯৭তম অস্কার বিজয়ীরা:
🔹 সেরা সিনেমা: আনোরা
🔹 সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
🔹 সেরা অভিনেতা: এড্রিয়েন ব্রডি
🔹 সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন
🔹 সেরা সহ-অভিনেতা: কিয়েরান কালকিন
🔹 সেরা সহ-অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া পেরেজ)
🔹 সেরা তথ্যচিত্র: নো আদার ল্যান্ড
🔹 সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র: দ্য ওনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা
🔹 সেরা বিদেশি ভাষার সিনেমা: আই অ্যাম স্টিল হিয়ার
🔹 সেরা অ্যানিমেটেড সিনেমা: ফ্লো
🔹 সেরা স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড সিনেমা: ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রাস
🔹 সেরা চিত্রনাট্য (অরিজিনাল): শন বেকার
🔹 সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): পিটার স্ট্রহান
🔹 সেরা সঙ্গীত: এল মাল
🔹 সেরা সিনেমাটোগ্রাফি: লল ক্রলে (দ্য ব্রুটালিস্ট)
🔹 সেরা সম্পাদনা: শন বেকার
🔹 সেরা পোশাক পরিকল্পনা: পল টেজওয়েল (উইকেড)
🔹 সেরা ভিজ্যুয়াল এফেক্টস: ডিউন - পার্ট টু