
মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সামর্থ্য ইরানের আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগে একের পর এক নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি।
শনিবার (১ মার্চ) তেহরানের বার্তাসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ) ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) মতো আঞ্চলিক সংস্থাগুলোর সাথে কার্যকর বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে চান পেজেশকিয়ান। এর মধ্য দিয়ে মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে অকার্যকর করা সম্ভব বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘আমরা যদি একত্রিত হই, তাহলে আমরা আমাদের দেশের প্রযোজক, শিল্পপতি, ব্যবস্থাপক এবং প্রতিভাবান ব্যক্তিদের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় শর্ত তৈরি করতে পারি।’
পেজেশকিয়ান বলেন, আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব। সফরের সময় বিষয়গুলো আমরা সম্মান ও শক্তির সাথে মোকাবিলা করব।
এ সময় অর্থনৈতিক সমস্যা এবং শক্তির ভারসাম্যহীনতা মোকাবেলায় প্রশাসনকে সমর্থন করার জন্য আইন প্রণেতা ও নাগরিকদের প্রতিও আহ্বান জানান পেজেশকিয়ান।
সূত্র : তাসনিম নিউজ