site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
খাদ্য সংকটে রোহিঙ্গারা, জাতিসংঘের কাছে বাংলাদেশের আবেদন
প্রকাশিত: ইমরান 11 মার্চ 2025, 03:58 দুপুর
news-banner
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে অর্থ সহায়তার আবেদন করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর আনাদোলুর।

তহবিলে ঘাটতির কারণে আগামী এপ্রিল থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানোর পরিকল্পনা করছে জাতিসংঘ। এ অবস্থা ঠেকাতে ২০২৫ সালের শেষ পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ডলার সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ডব্লিউএফপি।

বর্তমানে প্রতি রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে ১২.৫০ ডলার। তবে যদি নতুন তহবিল না আসে, তাহলে এই সহায়তা ৬ ডলারে নামিয়ে আনতে হতে পারে। বিষয়টি জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ডব্লিউএফপি। সেখানে বলা হয়েছে, অতিরিক্ত সহায়তা না পেলে ১ এপ্রিল থেকে রেশন কমানো হবে।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা। প্রথমে বাংলাদেশ সরকার তাদের সহায়তা করলেও পরে জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এ দায়িত্ব নেয়।

ডব্লিউএফপির মতে, তহবিলের ৮০ শতাংশ আসত যুক্তরাষ্ট্রের ইউএসএইড থেকে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি সহায়তা স্থগিতের সিদ্ধান্তের পর এই অর্থ বন্ধ হয়ে যায়।

সম্প্রতি মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ায় নতুন করে ১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ অবস্থায় খাদ্য সহায়তা কমলে শিবিরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ডব্লিউএফপির বাংলাদেশ প্রধান ডোম স্ক্যাপেলি।

তিনি বলেন, "রোহিঙ্গারা পুরোপুরি সহায়তার ওপর নির্ভরশীল। খাদ্য সংকট দেখা দিলে তারা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে।"