site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব নেয়ার আহ্বান তুরস্কের
প্রকাশিত: আরিফুল ইসলাম 12 মার্চ 2025, 02:34 দুপুর
news-banner
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন। গাজার বিধ্বস্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে গাজার পুনর্গঠন কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।

এ আহ্বানটি এরদোগান ১১ মার্চ তুরস্কের রাজধানী আঙ্কারার বেস্তেপে মিলেট প্রদর্শনী হলে, ফিলিস্তিনিদের সঙ্গে ‘ব্রাদারহুড ইফতারে’ যোগ দিয়ে করেন। তিনি বলেন, গাজা কিংবা পশ্চিম তীরের সীমা ছাড়িয়ে আমাদের উদ্দেশ্য শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা এবং এই লক্ষ্যে তুরস্ক অটলভাবে কাজ করে যাবে।

এসময়, এরদোগান গাজায় ইসরাইলের গণহত্যার নিন্দা করেন এবং একে মানব ইতিহাসের কলঙ্ক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ৪৭১ দিনের ইসরাইলি হামলায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০০ জন সাংবাদিক এবং ৩৩০ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

এরদোগান আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার মানবিক সংকট বন্ধ করতে দৃঢ় পদক্ষেপ নিতে আহ্বান জানান। তিনি বলেন, তুরস্ক গাজার জনগণের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশ ফিলিস্তিনের সমর্থনে সব উপলব্ধ সম্পদ ব্যবহার করেছে এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। তিনি ৯টি দেশের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

এছাড়া, এরদোগান আঙ্কারার বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন, যেমন ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা করা, এক লাখ টন মানবিক সহায়তা প্রদান, এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পুরোপুরি বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া।

এরদোগান আরও যোগ করেন, তুরস্কের এই কঠোর পদক্ষেপগুলোর মাধ্যমে গাজা এবং ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষিত রাখতে ভূমিকা রাখা হচ্ছে এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে গাজার পুনর্গঠনে অংশ নিতে আহ্বান জানান। তথ্যসূত্র : ডেইলি সাবাহ