
ঢাকা অফিস:
যুদ্ধবিরতি উপেক্ষে করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ছে ইসরাইলি বাহিনী। ভয়াবহ এ হামলায় নিহত ২০০ ছাড়িয়েছে। এ হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি।মঙ্গলবার সকালে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ, গাজা সিটি, খান ইউনিস ও রাফাহ অঞ্চলের একাধিক স্থাপনায় ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে আবাসিক ভবনসহ বেশ কিছু অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ, যাদের বেশির ভাগই নারী ও শিশু। যুদ্ধবিরতির চুক্তির পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। নতুন করে যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌছানো সম্ভব হয়নি। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন জানিয়েছেন, গাজায় আটককৃত ইসরায়েলিদের মুক্তি না দেওয়া পর্যন্ত হামলা চলবে। ইসরায়েল দাবি করেছে, হামাসের সামরিক ও রাজনৈতিক নেতারা এবারের হামলার লক্ষ্যবস্তু। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাগুলো বেসামরিক এলাকায় হচ্ছে এবং নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে। বিবৃতিতে পিআইজে আরও বলেছে, নেতানিয়াহু ও তার ‘রক্তপিপাসু নাৎসি সরকার’-এর এসব কর্মকান্ড প্রতিরোধের উপর তাদের শ্রেষ্টত্ব দেবে না। তারা ১৫ মাসের অপরাধ ও রক্তপাতের মধ্যে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে- তা এবারও অর্জন করতে পারবে না।

ইসরায়েল এমন সময় গাজায় হামলা শুরু করল- যখন যুক্তরাষ্ট্রও ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর উপর একের পর এক হামলা চালিয়ে আসছে। এ ছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, গাজায় হামলা শুরুর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
ফক্স নিউজকে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন- হামাস, হুতি ও ইরান- যারা কেবল ইসরায়েলকেই নয় বরং আমেরিকাকেও আতঙ্কিত করতে চায়- তাদের মূল্য দিতে হবে এবং সমস্ত নরক তাদের উপর ভেঙে পড়বে।’ এর আগে দেড় বছরের টানা ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৭ হাজারই শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারের বেশি ফিলিস্তিনি। এখনও নিখোঁজ ১৪ হাজারের বেশি।