site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
মার্কিন গোয়েন্দাপ্রধানের বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর: ঢাকা
প্রকাশিত: ইমরান 18 মার্চ 2025, 12:18 দুপুর
news-banner
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও সন্ত্রাসবাদের হুমকি রয়েছে—মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের এমন বক্তব্যকে "ভিত্তিহীন ও বিভ্রান্তিকর" বলে আখ্যা দিয়েছে ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এ ধরনের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সোমবার (১৭ মার্চ) মধ্যরাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ, সহিষ্ণু এবং অন্তর্ভুক্তিমূলক ইসলামের চর্চা করে আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মার্কিন গোয়েন্দাপ্রধানের বক্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়াই দেওয়া হয়েছে, যা দেশের বিরুদ্ধে একটি ভুল বার্তা দেয়।

তুলসী গ্যাবার্ডের বক্তব্যে বলা হয়েছিল, বাংলাদেশে চরমপন্থার শিকড় ইসলামি খিলাফতের আদর্শের সঙ্গে যুক্ত। এ প্রসঙ্গে বিবৃতিতে স্পষ্ট জানানো হয়, বাংলাদেশ কখনোই কোনো উগ্র মতাদর্শের অংশ নয়। বরং দেশটি বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক মহলের দায়িত্বশীল নেতাদের প্রকৃত তথ্য যাচাই করে মন্তব্য করা উচিত। ভুল তথ্যভিত্তিক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানো ঠিক নয়।

বাংলাদেশ সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।