site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 09 এপ্রিল 2025, 12:45 রাত
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত
news-banner

ঢাকা অফিস :

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তর আয়োজিত এক ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ৮ এপ্রিল রাত ৯ টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের পাঠাগারে অনুষ্ঠিত এই ইউনিট সভাপতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন

শেরেবাংলা নগর উত্তরের থানা আমীর আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় উক্ত ইউনিট সভাপতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মো: আব্দুস সামাদ। আরও উপস্থিত ছিলেন থানা অর্থ সম্মাদক এডভোকেট আব্দুল হালিম, সমাজকল্যাণ সম্পাদক ইফতেখার সুজন খান, দাওয়া ও প্রকাশনা সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, থানা যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান সহ থানা কর্মপরিষদের সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা।

বিশেষ অতিথির আলোচনায় প্রখ্যাত ইসলামি স্কলার প্রফেসর ড. মো: আব্দুস সামাদ পবিত্র কুরআনের দারসের মাধ্যমে মুসলিম হিসেবে সত্য ও ন্যায়ের দাওয়াত মানুষের মাঝে পৌছানোর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন আজকে যারা ইসলামের কাজে বাধা দিচ্ছে দাওয়াতি কাজে বাধা দিচ্ছে তারা কিন্তু মুসলিম তাদের মাঝেও ঈমান ও আকিদা আছে কিন্তু তাদের মাঝে সত্যিকারের ইসলাম নেই। তারা মুখে মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি প্রকৃতপক্ষে তাদের ঈমান নেই, পরকালের বিশ্বাস নেই, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় নেই। যদি প্রকৃতপক্ষে তাদের মধ্যে ঈমান থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা কখনোই চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট করতে পারতো না।

প্রধান অতিথির আলোচনায় মোহাম্মদ মোবারক হোসেন বলেন: আগামী দিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একজন ইউনিট সভাপতিকে সবচেয়ে বেশি অগ্রসর ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবচেয়ে ইম্পরট্যান্ট জায়গার নাম হল ইউনিট, আমিও আমার সাংগঠনিক জীবন একজন ইউনিট সভাপতি হিসেবে শুরু করি, সুতরাং একজন ইউনিট সভাপতি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবলিক অ্যাম্বাসেডর। সুতরাং একজন ইউনিট সভাপতির আচরণ, চলাফেরা, মুয়ামালাত একজন সাধারণ মানুষের কাছে জামায়াতে ইসলামীকে রিপ্রেজেন্ট করবে। সকল ইউনিটের সভাপতি হবেন তার ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচিত ব্যক্তি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ইউনিটের দায়িত্বশীলদের ই ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটা ইউনিট দায়িত্বশীল ই হবেন তার এলাকার সবচেয়ে আদর্শবান এবং অনুকরণীয় ব্যক্তি। ৫ আগষ্ট এর অনেক রক্ত এবং ত্যাগের বিনিময়ে যে পরিবেশ আমরা পেয়েছি সেই পরিবেশ জামায়াতের জনশক্তিদের মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। পরিশেষে তিনি কেন্দ্র ঘোষিত জামায়াতের গণসংযোগ পক্ষ বাস্তবায়নে প্রতিটি ইউনিটকে সক্রিয় ভুমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে থানা আমীর আব্দুল আউয়াল আজম সকল ইউনিট দায়িত্বশীলদের তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষের পাশে থাকার আহবান জানান। তিনি জামায়াতের প্রত্যেক জনশক্তিদের সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে দেশের সেবায় ভুমিকা রাখতে বলেন। এছাড়াও তিনি কেন্দ্র ঘোষিত জামায়াতের গণসংযোগ পক্ষ বাস্তবায়নে এবং ইউনিটের প্রথম কাজ জামায়াতের দাওয়াত সকলের নিকট পৌঁছে দেওয়ার জন্য সকল ইউনিটের দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেন। এবং কেন্দ্র ঘোষিত জামায়াতের গণসংযোগ পক্ষ বাস্তবায়নের জন্য আগামী ১১ তারিখ থেকে সকল স্তরের জনশক্তিদের সহযোগী সদস্য বৃদ্ধি করার আহবান করেন।