
আবহাওয়া অধিদপ্তর
গতকাল শুক্রবারের মতো আজ শনিবারও দেশের দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আজ রাজধানীসহ বিভিন্ন এলাকায় কুয়াশা কম দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আরও কমে যাবে। সে ক্ষেত্রে শৈত্যপ্রবাহের বিস্তৃতি বাড়ছে। আবার কোনো এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন ধরে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ধারবাহিকভাবে কমে আসছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আগামীকাল দেশের তাপমাত্রা আজকের চেয়ে কমে যাবে। এ অবস্থা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। তবে এরপর তাপমাত্রা আবার বাড়তে পারে।
আজ দেশের যে দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো দিনাজপুর ও পঞ্চগড়। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।
আফরোজা সুলতানা বলেন, আগামীকাল থেকে তাপ কমে কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।
যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিম্ন তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।
আজ দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা কমে গেলেও রাজধানীর তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।