site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 28 জানুয়ারী 2025, 08:42 রাত
news-banner
গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে গত ১৮ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার পর থেকে মিজানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। বাবার নাম ছবির উদ্দিন।


টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে গত ১৮ ডিসেম্বর ভোরে জোবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তখন তিনজনের মৃত্যু হয়েছিল। আহত হন অনেকে। মিজানুরকে নিয়ে এই সংঘর্ষের ঘটনায় চারজনের মৃত্যু হলো।

মিজানুরের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী। এই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গী পশ্চিম থানার ইজতেমার মাঠে দুই পক্ষের মারামারিতে মিজানুর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।

ভগ্নিপতি মোসাদ্দেকুল হক প্রথম আলোকে বলেন, মিজানুর পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। মিজানুর তবলিগ জামাতের কোন পক্ষের, তা তিনি জানেন না। তিনি শুধু জানেন, মিজানুর তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত ছিলেন।


টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী আরেক মুসল্লি গ্রেপ্তার
এদিকে মিজানুরের মৃত্যু নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন সাদপন্থীরা। বিবৃতিতে বলা হয়, মিজানুর সাদপন্থী ছিলেন।

বাংলাদেশে তাবলিগ জামাতের দাওয়াতি কার্যক্রম নিয়ে ২০১৮ সাল থেকে দুটি পক্ষ তৈরি হয়। একটির নেতৃত্বে আছেন ভারতের দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদ কান্ধলভী ও তাঁর সমর্থকেরা। অন্যটি সাদের বিরোধী পক্ষ। এর নেতৃত্বে রয়েছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের মাওলানা জোবায়ের।