
দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে রোববার (২ মার্চ) এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, দেশের মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। অন্যদিকে, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
২০১৯ সাল থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। এবছর সপ্তমবারের মতো দিবসটি উদযাপন করল নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি দেশের সব নাগরিককে ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানান।