site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশ সেরা খুলনার সুশোভন বাছাড়
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 20 জানুয়ারী 2025, 04:30 সকাল
news-banner

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনার সুশোভন বাছাড়। খুলনা নগরীর বড় বয়রা দাসপাড়া এলাকার সুভাষ চন্দ্র বাছাড় ও বন্দনা সেনের একমাত্র ছেলে। সুশোভনের কৃতিত্বের এমন খবর ছড়িয়ে পড়লে রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিবেশী আত্মীয়-স্বজন ভিড় করে তার শিক্ষাপ্রতিষ্ঠানে। 

সুশোভন এ বছর নগরীর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করে। এর আগে, টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পাস করে। সুশোভন পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি প্রতিটি পরীক্ষায় সব বিষয়ে লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং প্রতি ক্লাসে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। দেশসেরা হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সুশোভন বাছাড়। একইসঙ্গে সুশোভনের বাবা ও মা তার শিক্ষকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সন্তানের এমন সাফল্যে। আগামীতে সে যেন দেশ সেরা একজন চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করতে পারে সেজন্য সকলের দোয়া আশীর্বাদও কামনা করেছেন তারা।


সুশোভন আরও বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ভেবেছিলাম মেধাতালিকায় সেরা ১০ জনের একজন হবো, কিন্তু প্রথম হবো এটা ছিল কল্পনাতীত। আগামীতে আমি একজন নিউরোসাইন্সের চিকিৎসক হতে চাই। একটা হাসপাতালও করতে চাই। যেখানে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা দেবো।

সুশোভনের মা বন্দনা সেন বলেন, আমরা ভীষণ গর্বিত। ছেলের এমন সাফল্য আমাদেরকে আনন্দসাগরে পাঠিয়েছে। খবরটি শুনে আমি কেঁদে ফেলেছিলাম।  ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। শুধু তাই নয় ছোটবেলা থেকেই সে বিভিন্ন ওষুধ নিয়ে নাড়াচাড়া করতো আর বলতো আমি একদিন বড় ডাক্তার হবো।

সুশোভনের বাবা স্কুল শিক্ষক সুভাষ চন্দ্র বাছাড় বলেন, আমাদের একমাত্র সন্তান এত ভালো একটি ফল করবে এটা বুঝতে পারিনি। সৃষ্টিকর্তার কৃপা ছিল বলেই এমনটি হয়েছে। নিজের ছেলে যেন একজন ভালো মানুষ হয় সেজন্যও সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।