
মেহেদী হাসান:
আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন,অপরাধ প্রমাণ না হওয়ার আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলায় গ্রেফতারই পরোয়ানা জারি করা যাবে না। প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না।সোমবার ২০ জানুয়ারি সকালে দৈনিক সংগ্রামের সূবর্ন জয়ন্তী উপলক্ষে মগবাজারের সংগ্রাম কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন,যে দলই ক্ষমতায় আসুক সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। অন্যায়ভাবে কোনো সাংবাদিককে যেন চাকরিচ্যুত না করা হয়। বিগত সময়ে অনেকেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আর কেউ যেন এমন কাজ না করে। মতপ্রকাশের স্বাধীনতায় মালিকপক্ষ থেকে চাপ থাকতে পারে। তবে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই’, যোগ করেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি এক চ্যানেলের দুই সাংবাদিককে ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করেছে। যদি এটি হয়ে থাকে, তাহলে বিষয়টি খুবই ন্যাক্কারজনক।